জাপার নেতাকর্মীরা রওশন এরশাদের সঙ্গে রয়েছেন: গোলাম মসীহ্

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 05:26:49

জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও সংসদ সদস্য রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ করছেন। রওশন এরশাদের ডাকা সম্মেলনে সকলেই থাকবেন বলে মন্তব্য করেছেন দশম জাতীয় সম্মেলনের সদস্য সচিব গোলাম মসীহ্ ।
 
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর ফারর্স হোটেলে জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিক সম্মেলনে  জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ভিডিও বার্তা প্রচার করা হয়। রওশন এরশাদ বলেন, পায়ে সমস্যার কারনে ফিজিওথেরাপি নিচ্ছি। খুব শিগগিরই দেশে ফিরবো। পার্টি ঠিকমতো পরিচালিত হচ্ছে না। আমি এগারো মাসের মতো এখানে রয়েছি, সবার সঙ্গে যোগাযোগ রয়েছে। তারা আমাকে দল সংগঠিত করার পরামর্শ দিয়েছেন। গত কাউন্সিলে গঠনতন্ত্র বদলানো হয়েছে। পার্টিকে সংগঠিত করতে হবে, নতুন প্রজন্মকে জাতীয় পার্টিতে আনতে হবে। যারা নিস্কিয়ভাবে তাদেরকে সক্রিয় করতে হবে। আমরা যদি সকলেই মিলে পার্টির জন্য কাজ করতে পারি, তাহলে আগামীতে অনেক ভালো করবো আমরা। 
 
তিনি বলেন, সারাবিশ্বে ইভিএম চলছে, আমরা ফাইভজি ব্যবহার করছি, তাহলে ইভিএম নয় কেনো। যারা নির্বাচনে হেরে যায় তারা বলে নির্বাচনে কারচুপি হয়েছে। যারা বিজয়ী হয় তারা বলেন সুষ্ঠু হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে।
 
দশম জাতীয় সম্মেলনের সদস্য সচিব গোলাম মসীহ্ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, এরশাদের অবর্তমানে এই মুর্হূতে তাঁর প্রকৃত উত্তরসূরি বেগম রওশন এরশাদ, সাবেক রাষ্ট্রপতির সরকার পরিচালনার সফলতা ও উন্নয়ণমূলক কর্মকাণ্ড এবং রাজনৈতিক আদর্শ বাঁচিয়ে রাখতে অবহেলিত, ত্যাগি ও নিঃস্ব নেতাকর্মীর আর্তনাদে সাড়া দিয়ে আজ আপনাদের সামনে।
 
তিনি বলেন, মাঠের আন্দোলন সংগ্রামে গণমাধ্যম যোদ্ধারা, দেশবাসির চাওয়া পাওয়া পুরণের লক্ষ্যে বেগম রওশন এরশাদের অভিভাবকত্বে নতুন পুরাতন, অবহেলিত, অব্যাহতিপ্রাপ্ত, বহিস্কৃত, নিস্ক্রিয়া ও অন্য দলে চলে যাওয়া সব নেতাকর্মীদের এক মঞ্চে একত্রিত করে জাতীয় পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে ডাকা হয়েছে দশম জাতীয় সম্মেলন। বেগম রওশন এরশাদ ঘোষিত ২৬ নভেম্বরের দশম জাতীয় সম্মেলন ও বিভিন্ন সময় তাঁর দেয়া বক্তব্য নিয়ে গণমাধ্যমে নানা রকম সংবাদ প্রকাশ করা হয়েছে, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এমনও কথা বলা হয়েছে যে, এরশাদ পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদসহ কিছু সংখ্যক ব্যক্তি বেগম রওশন এরশাদ জিম্মি করে রেখেছেন। ম্যাডাম নাকি চাপে পরে সম্মেলন ডেকেছেন বা বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। বলা হয়েছে, ম্যাডাম নিজে তো কিছু বলছেন না। পার্টির অনেকে এমন প্রশ্ন তুলেছেন। শ্যোসাল মিডিয়ায় নানাভাবে সাদ এরশাদকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করা হয়েছে,পার্টি ও দলের বাইরে অনেক কুরুচিপূর্ণ বক্তব্য ও মন্তব্য করেছেন, যা সামাজিক ও রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত। এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এই সংবাদ সম্মেলন থেকে। 
 
তিনি বলেন, যারা নামে বেনামে বিভিন্ন আইডি ব্যবহার করে নোংরা উপস্থাপনা বা স্ট্যাটাস অথবা মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অনেকে আমাদের সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, স্নেহ ভালবাসার মানুষ। তাই বলছি, নিরাপরাধ যে শিশুটি চারটি বছর জেল খেটেছে, যার এই দলটির জন্য শিশু জীবনের প্রথম চারটি শিক্ষাবর্ষ নষ্ট হয়েছে, যে শিশুটির জন্য জেলে প্রয়োজনীয় দুধ সরবরাহ করা হয়নি, যাকে সঠিকভাবে একবেলার খাবার দেয়া হতো না, সেই পুত্র সাদ এরশাদকে নিয়ে কথা বলার আগে একবার নিজের চেহারাটা আয়নায় ভাল করে দেখুন, দলে আপনার কি অবদান আছে।
 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক দেলোয়ার খান, এসএমএম আলম, কাজী মামুনুর রশীদ, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক এমপি অধ্যাপন নুরুল ইসলাম মিলন, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক এমপি এমএ গোফরান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর