হাওলাদার নিজেই পদত্যাগ করেছেন!

বিবিধ, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-24 19:36:11

এবিএম রুহুল আমিন হাওলাদার ‘শারীরিক অসুস্থতার’ কারণে জাতীয় পার্টির (জাপা) মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।

মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় ‘মন খারাপ’ও পদত্যাগের ‘কারণ হতে পারে’ বলে মন্তব্য করেছেন দলটির নবনিযুক্ত মহাসচিব মসিউর রহমান রাঙা।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) জাপার বনানী কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

রাঙা বলেন, ‘স্যারের (এরশাদ) রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আমাদের থেকে কম। শারীরিক অবস্থা নিয়ে ভয় লাগায় হাসপাতালে গিয়েছিলেন তিনি।  আগামী ১০ ডিসেম্বরের পর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারে।’

আগামী দুই একদিনের মধ্যে মহাজোটের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে বলে মন্তব্য করেন রাঙা।

আগের দিন সোমবার (৩ ডিসেম্বর) বলেছিলেন মহাজোটের সঙ্গে ৫২টি আসন নিয়ে দরকষাকষি চলছে। কিন্তু এদিন মহাজোটের কাছে ৫৪-৫৫টি আসন পাওয়ারর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মহাজোটের প্রার্থী মনোনয়ন দেওয়ার আগে নেতাদের পারিবারিক ও স্থানীয় অঞ্চলে রাজনৈতিক অবস্থান বিবেচনার পাশাপাশি তাদের পরিবারে কেউ যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছে জাপা। যেসব স্থানে আমাদের প্রার্থীদের জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত, তা আমরা মহাজোটের কাছে উপস্থাপন করব। সে আসনগুলো আমরা চাইব। আমরা এত বেশি আসন চাইছি না। জোটে আমাদের সম-অধিকার আছে। কোন আসনে কে জিতবে, কে হারবে, তা বিবেচনায় আনতে হবে।

মহাজোটের সঙ্গে আসন বণ্টন ইস্যুতে জাপার ৯ সদস্যবিশিষ্ট একটি দল আলোচনা করছে বলেও জানান রাঙা।

এ সম্পর্কিত আরও খবর