আমাদের সামনে বিজয়ের কোনো বিকল্প নেই: মেনন

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-13 10:40:06

একাদশ নির্বাচনের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির বিজয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর বিএমএ অডিটরিয়ামে আয়োজিত ‘বিজয় মঞ্চের গান’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খান মেনন, ‘এবারের নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র আসছে, স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় যেতে চায় ধানের শীষ নিয়ে। এবার ড. কামালের মতো নেতাকে সামনে রেখে নির্বাচন আসছে ধানের শীষ। বেনামে জামায়াত ধানের শীষ ব্যবহার করবে। সেই স্বাধীনতার বিরোধী শক্তি বিষ বাড়িয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘এবারের নির্বাচনের নতুন তাৎপর্য হবে, মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তি শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী। নির্বাচনে বিজয়ের পর উন্নয়নের এমন এক ধারায় পৌঁছে যাব, তখন সারা বিশ্বের নেতৃবৃন্দ আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখবে।’

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘এক সময় এদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই দেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে সয়ং সম্পূর্ণ। উন্নয়ের সূচকে পাশ্ববর্তী দেশের চেয়ে অনেক ক্ষেত্রেই এগিয়ে আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার অসাম্প্রদায়িক ধারা এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব। আমাদের সামনে বিজয়ের কোনো বিকল্প নেই। বিজয়ের মাসে একটি আহ্বান একাদশ নির্বাচনের প্রেক্ষাপটে আমরা বিজয় দিবস পালন করছি। শেখ হাসিনার নেতৃত্বে যে বিজয়ের ধারা, আমরা এ মাসে সে ধারা অব্যাহত রাখব।’

এসময় আরও উপস্তিত ছিলেন- আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলের মুখাপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্য মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর