বিলবোর্ড দিয়ে মুক্তিযুদ্ধ হয়নি: হুইপ স্বপন

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-09-01 07:04:38

বিলবোর্ড দিয়ে মুক্তি যুদ্ধ হয়নি, হয়েছে বঙ্গবন্ধুর ডাকে ৷ তাই বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করেই রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। কাজেই জনসম্পৃক্ততা বাড়াতে হবে। মানুষকে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ প্রচার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সরকার গঠন করার আহ্বান জানান তিনি।

এসময় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনায় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সানা উল্যাহ বিকমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী-৫ (সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করীম চৌধুরী, সংরক্ষিত মহিলা এমপি ফরিদা খানম সাকি, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত।

এ সম্পর্কিত আরও খবর