২ জানুয়ারি খালেদা জিয়া মুক্তি পাবেন: ডা. জাফরুল্লাহ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 10:53:56

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, `৩০ ডিসেম্বর নির্বাচন হবে, ২ জানুয়ারি খালেদা জিয়া জেলখানা থেকে মুক্তি পাবেন ন্যায় বিচারের মাধ্যমে। কারো দয়ায় নয়।’

শুক্রবার (৭ ডি‌সেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘নির্বাচন ব্যর্থ ও প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্রের কি হবে?’ শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন। জাতীয়তাবাদী চালক দল এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ বলেন, ‘এ সরকারের আমলনামা জনগণের কাছে উপস্থিত হয়েছে। সরকারের আমলনামায় আছে উন্নয়নের জোয়ার। এ উন্নয়ন ইয়াবা, বিনাবিচারে হত্যার তালিকা, গুমের উন্নয়ন। এসব আমলনামা যখন জনগণের কাছে উঠেছে, এই ঢেউয়ে নৌকা তো ডুবে যাবেই।’

তিনি আরও বলেন, ‘জনগণ বোকা না, সরকারের চোখে ছানি পড়েছে। কিন্তু জনগণের চোখ খোলা আছে। তারা সব কিছুর হিসেব নিচ্ছে।’

উপস্থিত বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য করে এই বুদ্ধিজীবী বলেন, ‘এ নির্বাচনকে যেভাবেই কব্জায় নেয়ার পরিকল্পনা তারা (সরকার) করুক না কেনো, সব ব্যর্থ হয়ে যাবে। ৮টা থেকে না জনগণ ভোর ৫টা থেকে ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের দায়িত্ব সবাইকে ভোট কেন্দ্রে নেয়া। ভুলক্রমেও বলবেন না নির্বাচনে থাকছি না। এ কথা ভুলে যান। ৩০ তারিখ (ডিসেম্বর) নির্বাচন হবে। আর ২ তারিখে (জানুয়ারি) খালেদা জিয়া জেলখানা থেকে মুক্তি পাবে। উনি মুক্ত হবেন ন্যায় বিচারের মাধ্যমে। কারো দয়াতে নয়। আমি উনার প্রতি দোয়া চাই না, সুবিচার চাই।’

তিনি বলেন, ‘ভয়কে দূরে রেখে আপনারা এলাকায় ফিরে জান। সরকারের আমলনামা তাদের কাছে তুলে ধরেন। জনগণ এখন পরিবর্তন চায়। জয় আমাদের সুনিশ্চিত।’

সামরিক বাহিনীর প্রতি উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আপনারা একটি বিশেষ প্রতিষ্ঠানের, আপনারা কোনো দলের ক্যাডার না। পুলিশ ও আমলা দলীত হয়েছে, আপনারা না। আপনারা আমাদের, দেশের নিরাপত্তা দেন। আপনাদেরও অনেক দায়িত্ব রয়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন কবিরের সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোল‌নের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন, ভাষা অনুষদ পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর