৫ আসনে উপ-নির্বাচন: জাপার প্রার্থীতা ঘোষণা

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 11:31:10

বিএনপির ছেড়ে দেওয়া জাতীয় সংসদের ৫ আসনের উপ-নির্বাচনের জন্য প্রার্থীতা ঘোষণা করেছে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর ) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

জাতীয় পার্টি মনোনয়ন বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা হলেন- ঠাকুরগাঁও -৩ হাফিজ উদ্দিন আহম্মেদ, বগুড়া-৬ মো. নূরুল ইসলাম ওমর, বগুড়া-৪ শাহীন মোস্তফা কামাল ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. রেজাউল ইসলাম ভূঁইয়া।

বিএনপির দলীয় সংসদ সদস্যগণ পদত্যাগ করলে আসনগুলো শূন্য হয়ে পড়ে। এসব আসনে আগামী ১ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

গত ১০ ডিসেম্বর বিএনপির সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এর পরের দিন বিএনপির ৭ জন সংসদ সদস্যের মধ্যে ৫ জন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

তারা হচ্ছেন: বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় সশরীরে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তবে, তারা ইমেলে পদত্যাগপত্র জমা দেন।

এ সম্পর্কিত আরও খবর