ঢাকায় গণ‌মি‌ছিল করতে পু‌লিশের অনুম‌তি চেয়েছে জামায়াত

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 21:47:49

৩০ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীতে গণ‌মি‌ছিল করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য দলটি ঢাকা মহানগর পুলিশের (‌ডিএম‌পি) কাছে অনুম‌তি চেয়েছে ।

ডিএম‌পি ক‌মিশনার খন্দকার গোলাম ফারুক বরাবর আবেদন করেন মহানগর দ‌ক্ষিণ জামায়াতের অফিস সেক্রেটারি মোকাররম হোসাইন খান। তবে এখনও অনুম‌তি পায়‌নি জামায়াত।

আবেদনে বলা হয়েছে, ১০ দফার পক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গণমিছিল করবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দ‌ক্ষিণ। গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে ডিএমপির অনুমতি ও সার্বিক সহযোগিতা চায় জামায়াত।

তবে জামায়াতের আবেদনের বিষয়ে জানা নেই বলে জানিয়েছেন ডিএম‌পির মুখপাত্র মো. ফারুক হোসেন‌।

সর্বশেষ ২০১৩ সালের ৪ ফেব্রুয়া‌রি পু‌লিশের অনুম‌তি নিয়ে রাজধানীর ম‌তি‌ঝিলে মি‌ছিল সমাবেশ করে জামায়াত। এরপর গত ১০ বছরে কর্মসূ‌চি পালনের অনুম‌তি পায়‌নি। গত কয়েক বছরে অনুম‌তি চেয়ে আবেদন করার তথ্যও নেই। তবে প্রায়ই বিভিন্ন দা‌বিতে ঝ‌টিকা মি‌ছিল করে। বিএন‌পির সঙ্গে যুগপৎ আন্দোলনে নামা জামায়াত হঠাৎ কর্মসূ‌চি পালনে অনুম‌তি চাইল।

এ সম্পর্কিত আরও খবর