বিএনপির গুলশান কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ, সাংবাদিক আহত

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-24 16:29:00

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপির নেতারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তীব্র বিক্ষোভ করছে।

শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন, গোপালগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সেলিমুজ্জামান সেলিম, চাঁদপুর-১ আসনের এসানুল হক মিলন (সাবেক এমপি ও শিক্ষা প্রতিমন্ত্রী) এবং মানিকগঞ্জ-১ আসনে দলটির মনোনয়ন না পাওয়ায় খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আব্দুল হামিদ ডাবলুর সমর্থকরা।

শনিবার বিকেল ৫টা থেকে স্লোগান ও বিক্ষোভ শুরু করে সমর্থকরা। তবে সন্ধ্যা ৬ টার দিকে কার্যালয়ে দেয়াল টপকে অনেকে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে এবং বাহির থেকে কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে৷ এসময় ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপারসন শাহ আলম ইটের আঘাতে আহত হয়েছেন

এর আগে বিক্ষোভকারীদের মধ্যে এহসানুল হক মিলনের সমর্থকরা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় তালা ঝুলিয়ে দিয়েছিলেন। তারা মিলনকে মনোনয়ন দেওয়ার জন্য দলের সিনিয়র নেতাদের ১২ ঘণ্টার আল্টিমেটাম ছুঁড়ে দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর