চট্টগ্রাম-৪ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তন

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 07:50:37

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে পূর্বঘোষিত বিএনপি’র প্রার্থী ইসহাক কাদের চৌধুরীকে পরিবর্তন করে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

গত ২ ডিসেম্বর ঋণ খেলাপি হওয়ায় আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা। ফলে ভোটে অংশ নিতে চট্টগ্রাম-৪ আসনে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি ইসহাক কাদের চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি।

পরে রিটার্নিং কর্মকর্তার রায়কে চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে আসলাম চৌধুরীর আইনজীবী নির্বাচন কমিশনে আপিল করেন। এদিকে আপিল শুনানির শেষ দিন শনিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিটি আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে।

প্রার্থিতা ফিরে পাওয়ায় আসলাম চৌধুরীই চট্টগ্রাম-৪ আসনে বিএনপি’র প্রার্থী থাকছেন বলে বিএনপি’র একাধিক সূত্র জানিয়েছেন। রাজনৈতিক, রাষ্ট্রদ্রোহ ও ঋণ খেলাপিসহ অসংখ্য মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি আছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী।

বোরবার সকালে আসলাম চৌধুরী মনোনয়ন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন বলে বার্তা২৪কে জানান চট্টগ্রাম নগর বিএনপ‘র দফতর সম্পাদক ইদ্রিস আলী।

এ সম্পর্কিত আরও খবর