প্রার্থিতা ফিরে পেতে খালেদার রিট, শুনানি সোমবার

বিএনপি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 18:16:15

একাদশ সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আদালত খালেদার রিট শুনানির জন্য সোমবার (১০ ডিসেম্বর) দিন ধার্য করেন।

রোববার (৯ ডিসেম্বর) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে খালেদার রিটের বিষয়টি অবহিত করেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। প্রার্থিতা ফিরে পেতে করা আপিল শুনানির পর ৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে খালেদা জিয়ার তিনটি আসনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট করেন খালেদা।

এ সম্পর্কিত আরও খবর