দেশব্যাপী বিএনপির এক ঘণ্টার মানববন্ধন আজ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 18:25:21

সারাদেশে মহানগর ও জেলা শহরে আজ শনিবার (১১ মার্চ) এক ঘণ্টার মানববন্ধন করবে বিএনপি। বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের দশম কর্মসূচি হিসেবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

কর্মসূচি অনুযায়ী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ী থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত মানববন্ধন হবে। মহানগর উত্তর বিএনপি আবদুল্লাহপুর (টঙ্গী ব্রিজ), বিমানবন্দর, যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা আবুল হোটেল, মালিবাগ রেলগেট পর্যন্ত এবং দক্ষিণ বিএনপি মালিবাগ রেলগেট, মৌচাক, শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক, টিকাটুলী, যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করবে।

এদিকে রমজানের আগে এই কর্মসূচিতে ব্যাপক শোডাউনের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে সাংগঠনিক শক্তির প্রমাণ দিতে চায় বিএনপি। এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। প্রতিটি মানববন্ধনে দলের জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি থাকবেন। কোন জেলা-মহানগরে কোন নেতা থাকবেন, এরই মধ্যে তার তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস, উত্তরে ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা জেলায় গয়েশ্বর চন্দ্র রায়, মানিকগঞ্জে আব্দুল মঈন খান, গাজীপুরে অধ্যাপক ডা. জাহিদ হোসেন, টাঙ্গাইলে আহমেদ আযম খান, মুন্সীগঞ্জে মাসুদ আহমেদ তালুকদার, নারায়ণগঞ্জ জেলায় আতাউর রহমান ঢালী, নারায়ণগঞ্জ মহানগরে শিরিন সুলতানা, গাজীপুর মহানগরে আবদুস সালাম আজাদ, ব্রাহ্মণবাড়িয়ায় বরকত উল্লাহ বুলু, কুমিল্লা দক্ষিণে জয়নুল আবদিন ফারুক, কুমিল্লা উত্তর জেলায় মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগরে রাশেদা বেগম হীরা, চাঁদপুরে ব্যারিস্টার রুমিন ফারহানা, কিশোরগঞ্জে ফজলুর রহমান, জামালপুরে ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনায় ডা. দেওয়ান সালাউদ্দীন, ময়মনসিংহ দক্ষিণে নীলুফার চৌধুরী মনি, ময়মনসিংহ উত্তরে হেলেন জেরিন খান, শেরপুরে মোস্তাফিজুর রহমান বাবুল, ময়মনসিংহ মহানগরে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, কক্সবাজারে নজরুল ইসলাম খান, চট্টগ্রাম মহানগরে আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণে আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম উত্তরে মীর মো. নাসির উদ্দিন, নোয়াখালীতে মো. শাহজাহান, খাগড়াছড়িতে আবুল খায়ের ভূঁইয়া, ফেনীতে মাহবুবের রহমান শামীম, লক্ষ্মীপুরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বান্দরবানে বেলাল আহমেদ, রাঙামাটিতে জালাল উদ্দীন মজুমদার, বরিশাল মহানগরে বেগম সেলিমা রহমান, ভোলায় হাফিজ উদ্দিন আহমেদ, ঝালকাঠিতে আলতাফ হোসেন চৌধুরী, পিরোজপুরে অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বরিশাল উত্তরে মজিবুর রহমান সরোয়ার, বরিশাল দক্ষিণে বিলকিস জাহান শিরিন, পটুয়াখালীতে এবিএম মোশাররফ হোসেন, বরগুনায় আ ক ন কুদ্দুসুর রহমান, বগুড়ায় মিজানুর রহমান মিনু, পাবনায় হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী মহানগরে অধ্যাপক শাহজাহান মিয়া, সিরাজগঞ্জে আব্দুল মান্নান তালুকদার, নওগাঁয় হারুন-অর-রশিদ, নাটোরে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী জেলায় মোসাদ্দেক হোসেন বুলবুল, চাঁপাইনবাবগঞ্জে সৈয়দ শাহীন শওকত, জয়পুরহাটে ওবায়দুর রহমান চন্দন, ঠাকুরগাঁওয়ে আসাদুজ্জামান রিপন, রংপুর মহানগরে আব্দুল হাই সিকদার, দিনাজপুরে হাবিব-উন-নবী খান সোহেল, লালমনিরহাটে আসাদুল হাবিব দুলু, পঞ্চগড়ে ব্যারিস্টার নওশাদ জমির, রংপুর জেলায় সামসুজ্জোহা খান, কুড়িগ্রামে আনিসুজ্জামান বাবু, নীলফামারীতে আব্দুল খালেক, সৈয়দপুর সাংগঠনিক জেলায় শফিকুল হক মিলন, গাইবান্ধায় সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, রাজবাড়ীতে জহুরুল ইসলাম শাহজাদা মিয়া, মাদারীপুরে শামা ওবায়েদ, ফরিদপুরে ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, মাগুরায় শামসুজ্জামান দুদু, খুলনা মহানগরে নিতাই রায় চৌধুরী, সাতক্ষীরায় মামুন আহমেদ, যশোরে অনিন্দ্য ইসলাম অমিত, চুয়াডাঙ্গায় অধ্যক্ষ সেলিম ভূইয়া, খুলনা জেলায় আজিজুল বারী হেলাল, কুষ্টিয়ায় মো. হারুন অর রশিদ (ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক), ঝিনাইদহে জয়ন্ত কুমার কুণ্ডু, বাগেরহাটে অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, নড়াইলে এমএ মালেক, মেহেরপুরে আমিরুজ্জামান খান শিমুল, সুনামগঞ্জে ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগরে খন্দকার আবদুল মোক্তাদির, সিলেট জেলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেল আলাল, হবিগঞ্জে আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজারে ডা. সাখাওয়াত হাসান জীবন প্রধান অতিথি থাকবেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা ব্যতীত বিএনপির নির্বাহী কমিটির সব নেতা ও সাবেক সংসদ সদস্যরা নিজ নিজ জেলা ও মহানগরে মানববন্ধনে অংশগ্রহণ করবেন। বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা কর্মসূচি সমন্বয় করবেন।

মানববন্ধনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান কালবেলাকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব। এ বিষয়ে সাংগঠনিক প্রস্তুতি প্রায় শেষ। আশা করি, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও মানববন্ধনে অংশগ্রহণ করবেন।

এ সম্পর্কিত আরও খবর