সরকারকে বলব অত্যাচারী হবেন না: নজরুল ইসলাম

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 07:42:43

দেশে অতীতে যারা গণতান্ত্রিক আচরণ করে নাই তাদের কারো পরিণতি ভালো হয় নাই এজন্য সরকারকে গণতান্ত্রিক আচরণ করে, অত্যাচারী না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিজয় নগরের জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয় কমিটির বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের উপর হামলার প্রসঙ্গে নির্বাচনী প্রচারণা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, 'এই যে হামলার ঘটনা গুলো ঘটছে, আমরা আশা করেছিলাম যে এগুলো ঘটবে না। কিন্তু ঘটতে পারে এমন এক দুশ্চিন্তা আমাদের ছিল। যা এখন বাস্তবে পরিণত হচ্ছে। নির্বাচন কমিশন স্বাধীন ভাবে যা করার সেটা তারা করছে না বা করতে পারছে না। এজন্য আমরা সরকারকে বলব, গণতান্ত্রিক আচরণ করুন।'

এ সময় তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, 'নির্বাচন কমিশন (ইসি) যদি ন্যূনতম মানবিকতা বোধ থাকে তাহলে এসব হামলার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসবেন।'

উল্লেখ্য মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মঈন খান সহ বেশ কয়েকজন ধানের শীষ প্রার্থীর ওপর হামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, 'তফসিল ঘোষণা হওয়ার পর এটা কি করে হয় যে, একজন প্রার্থী তার সাথে লোকজন নিয়ে কাজ করতে পারবে না? তার সাথে যারা কাজ করবে তারা আক্রান্ত হতে হবে? এটা কি গণতন্ত্র?।'

নির্বাচনী প্রচারণা কমিটির চেয়ারম্যান আরো বলেন, 'আওয়ামীলীগের কোনো জন সমর্থন নেই। আমরা যদি অত্যাচার নির্যাতন উপেক্ষা করে নির্বাচনের দিন পর্যন্ত টিকে থাকতে পারি তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত।'

এ সম্পর্কিত আরও খবর