লক্ষ্মীপুরে নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ

বিবিধ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 20:56:34

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মহাজোট থেকে নৌকার প্রার্থী তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন খানের র্নিবাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোরে প্রতিপক্ষের লোকজন রামগঞ্জের করপাড়া ইউনিয়নের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন আনোয়ার হোসেন খান।

জানা গেছে, ঘটনার সময় কে বা কারা অগ্নিসংযোগ করে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে। এতে নির্বাচনী ক্যাম্পটির বেশ কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে যায়। ক্যাম্পের আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি চায়ের দোকানে। সেখানেও কিছু আসবাবপত্র পুড়ে যায়।

অগ্নিসংযোগের বিষয়ে আনোয়ার হোসেন খান বলেন, ‘নির্বাচনকে বানচাল করতেই ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে।’

এ ঘটনার জন্য প্রতিপক্ষ ধানের শীষ প্রার্থীকে দায়ী করছেন আনোয়ার হোসেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মো. তোতা মিয়া জানান, ঘটনাটি শুনে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর