ড. কামালের গাড়িবহরে হামলা

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 05:05:41

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বের হওয়ার সময় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামালের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল ফটকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ড. কামাল কবর স্থানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান গেট দিয়ে বের হচ্ছিলেন৷ এসময় তার উপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হামলার সময় তার নেতাকর্মীরা কামাল কে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরও ওপরও হামলা করা হয়। গুরুত্বর আহত কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

ড. কামালের সঙ্গে থাকা কয়েকজনকে মারধর করা হয়েছে বলেও জানা যায়। এ ঘটনায় কয়েকজন সংবাদকর্মীও আহত হয়েছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের এক সূত্রে জানা যায়, গণফোরাম নেতা জগলুল হায়দারের গাড়িসহ কয়েকটি গাড়িতে এ ভাঙচুর চালানো হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে বিকেল ৩টায় পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন ড. কামাল।

এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বার্তা২৪.কমকে বলেন, 'আমি তো ভেতরে বেদিতে ছিলাম। শুনলাম মেইন গেটে ঝামেলা হয়েছে। তবে বের হয়ে কিছু পাইনি।'

এ সম্পর্কিত আরও খবর