নির্বাচন কমিশন আজ অসহায়: ফখরুল

বিএনপি, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-24 15:45:23

নির্বাচন কমিশন আজ অসহায় হয়ে পড়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় বগুড়া শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দেশের সার্বিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এই বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন আজ অসহায়, পুলিশ তাদের নির্দেশ মানছে না। এরপরেও আমরা নির্বাচনী মাঠে আছি। জনগণ আমাদের সঙ্গে এই জন্যে। সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায়, কিন্তু সেই সুযোগ আর দেয়া হবে না।'

তিনি বলেন, ‘সরকার রাষ্ট্রীয় যন্ত্র দিয়ে আক্রমণ করছে। আর আমরা জনগণ নিয়ে নির্বাচনী মাঠে আছি, এবং শেষ পর্যন্ত থাকব। সরকারের উদ্দেশ্য ভয়ভীতি দেখিয়ে হামলা-মামলা করে বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিবে। কিন্তু সরকারের এই উদ্দেশ্য সফল হবে না।'

তিনি আরও বলেন, ‘দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আসম রবের উপর হামলা হয়েছে, সংবিধান প্রণেতা ড. কামালও হামলা থেকে রেহাই পাননি।'

ফখরুল বলেন, 'সরকার ভয় দেখিয়ে জনগণকে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে চায়। জনগণের কাছে অনুরোধ, ভয়ভীতি উপেক্ষা করে আপনাদের অধিকার প্রয়োগ করে পরির্বতন আনবেন। দেশের জনগণ পরিবর্তন চায়। পরিবর্তনে জনগণই সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।'

তিনি বলেন, 'তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ জামায়াত এবং জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে ১৭৩ দিন হরতাল করেছিল। বিএনপি সরকার তাদের দাবী মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল। সেই সরকারের অধীনে তিনটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচন গুলো নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে ২০১৪ সালে ভোটার বিহীন নির্বাচন করেছে। সরকার কোন প্রতিশ্রুতিই মানছে না। এত কিছুর পরেও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে থাকবে। বিএনপি মনে করে জনগণই সকল ক্ষমতার উৎস।'

সংবাদ সম্মেলনে বগুড়ার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন,সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে মির্জা ফখরুল ইসলাম বগুড়া-০৬(সদর) নির্বাচনী এলাকায় বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ শুরু করেন।

 

এ সম্পর্কিত আরও খবর