শুক্রবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 12:26:45

দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়ায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। আগামী শুক্রবার (৪ আগস্ট) বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি সমাবেশটির আয়োজন করবে।

আদালত রায় ঘোষণার পর বুধবার (২ আগস্ট) বিকেলে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল শেষে কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

তিনি বলেন, আগামী শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে।

যদিও বিএনপির পক্ষ থেকে এই রায়ের প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করলেও সেখান থেকে কোনো কর্মসূচি ঘোষণা করেননি।

নয়াপল্টনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে আবদুস সালামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপির যুগ্ম সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার নির্দেশে বিচারকরা তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে যে ফরমায়েশি রায় দিয়েছেন তা কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে।

এর আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের এবং তাকে সহায়তা করার জন্য স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ সম্পর্কিত আরও খবর