পিএসসি-জেএসসি বাতিলের প্রতিশ্রুতি ঐক্যফ্রন্টের

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 14:38:05

নির্বাচনে জয়ী হলে পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল, শিক্ষাখাতে বরাদ্ধ বৃদ্ধিসহ কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে কমিশন গঠন করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বানীতে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে ইশেতহার পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ইশতেহারে ৩৫টি প্রতিশ্রুতি দেওয়া হয়।

ঘোষিত ইশতেহারে বলা হয়, 'গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণ করা হবে। নেতৃত্ব বিকাশের লক্ষ্যে প্রথম বছরেই ডাকসুসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন করা হবে। পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হবে।'

'মেধাপাচার রোধে উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ট্যালেন্ট সার্চ কর্পোরেশন গঠনের মাধ্যমে দক্ষ জনশক্তিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।’

'বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট দূর করা হবে। আবাসিক হলের সংখ্যা বৃদ্ধি করা হবে। ছাত্ররাজনীতির নামে সিট বাণিজ্য, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ ও শিক্ষার্থী নির্যাতন বন্ধে করা হবে। বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হবে।’

‘প্রশ্ন ফাঁস বিরোধী সেল গঠন করা হবে। বেসরকারি স্কুলগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। সকল পর্যায়ের শিক্ষকদের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ বৃদ্ধি করা হবে। প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন ক্যাডার সার্ভিস চালু করা হবে।'

'শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কর্মমুখী শিক্ষায় আগ্রহীদের বৃত্তি প্রদান করা হবে। মাদ্রাসার শিক্ষার্থীদের কারিগরী শিক্ষা দিয়ে বিদেশে কর্মসংস্থান করা হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ করা হবে।'

'শিক্ষা খাতে জিডিপি’র অনুপাতে বরাদ্দ বর্তমানের দুই দশমিক ২৫ শতাংশের পরিবর্তে আগামী পাঁচ বছরের মধ্যে ইউনেস্কো নির্দেশিত ছয় শতাংশে উন্নীত করা হবে।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী, গণফোরামের নেতা রেজা কিবরিয়া, জগলুল হায়দার আফ্রিক, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুকমল বড়ুয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর