সরানো হলো শ্রাবণকে, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 13:16:57

অসুস্থতাজনিত কারণ দেখিয়ে হঠাৎ করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলামকে (শ্রাবণ) সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

তবে ছাত্রদল সূত্রে জানা গেছে, রওনকুল ইসলাম শ্রাবণের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের জটিলতা সৃষ্টি হয়েছে। যদিও নেতারা এ বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি। মঙ্গলবার রাতে যখন শ্রাবণকে সরিয়ে দেওয়ার প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়, তখন শ্রাবণসহ ছাত্রদলের অন্য নেতারা কেন্দ্রীয় কার্যালয়েই ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর