বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেবে: মেনন

বিবিধ, রাজনীতি

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 03:35:44

নির্বাচনী সভায় ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশে রক্তগঙ্গা বয়ে যাবে। তারা যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেবে। এর আলামত তারা ২০১৩ সালে দেখিয়েছে।'

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা মহানগর ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের সমালোচনা করে মেনন বলেন, ‘কামাল হোসেন বলেছেন যুদ্ধাপরাধীদের বিচার করবেন। যুদ্ধাপরাধী জামায়াতের ২৫ জনকে ধানের শীষে মনোনয়ন দিয়ে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। সেই জামায়াতকে সাথে নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করবেন- এর চেয়ে প্রহসন আর কী হতে পারে?’

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল বলেন, ‘ড. কামাল হোসেন জামায়াত ও বিএনপিকে পুনর্বাসনের যে রাজনীতি শুরু করেছেন, তাকে পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ১৯৭০ সালের নির্বাচন জাতীয় জীবনের জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন সে রকমই।’

সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘সমস্ত অধঃপতিত শক্তি একটি অশুভ জোট বেঁধেছে। আর সে কারণে এই নির্বাচনটি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ ৷ এরা জনগণকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু তাদের মুখোশ খসে পড়েছে ৷ এই নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধবিরোধী শক্তির কবর রচনা করব।’

ঢাকা মহানগর ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট এম এ হামিদ খানের সভাপতিত্বে ও ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু মতিলাল রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাহালুল মজনুন চুন্নু, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর