পুলিশি বাধা ও হয়রানির অভিযোগে বাবরপত্নীর সংবাদ সম্মেলন

বিএনপি, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-31 22:22:52

পুলিশি বাধা, হামলা ও মামলার বিভিন্ন অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির প্রার্থী তাহমিনা জামান শ্রাবণী।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকালে জেলার মদন উপজেলার বাড়িভাদেরা গ্রামের নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী তাহমিনা জামান শ্রাবণী বলেন, গত (১৮ ডিসেম্বর) মঙ্গলবার রাতে আমার বাড়িতে পুলিশ ব্যাপক অভিযান চালায়। পুলিশ আমার নির্বাচনী প্রচারণার কাজে পদে পদে বাধা দিচ্ছে। আমি শান্তিপূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। খালিয়াজুড়ি উপজেলায় প্রশাসন কর্তৃক নির্বাচনী প্রচারণার অনুমতি পেলেও পুলিশের বাধার কারণে আমি নির্বাচনী প্রচারণায় যেতে পারছি না। আমার ছেলেসহ অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে অহেতুক হয়রানি করা হচ্ছে। এতে আমার নির্বাচনী প্রচারে বিঘ্ন ঘটছে।

সংবাদ সম্মেলনে সুষ্ঠুভাবে নির্বাচনের প্রচারণা চালাতে পারেন সে ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা করেন।

এ সময় মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম, সহসভাপতি আবদুল হেলিম ভুলু, বিএনপি নেতা টিটু, উপজেলা যুবদলের সভাপতি সাইফ আহম্মেদ সেকুল, সাধারণ সম্পাদক গোলাম রাসেল রুবেলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রমিজুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই মামলা নেওয়া হয়েছে। কোনও রকম হয়রানি বা প্রচার কাজে পুলিশ বাধা দিচ্ছে না। গ্রেফতারি পরোয়ানাকৃত আসামীর খোঁজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার রাতে প্রার্থীর বাড়িতে পুলিশ এবং জেলা ডিবি পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছিল। 

এ সম্পর্কিত আরও খবর