'মুক্তিযুদ্ধের স্বার্থকে ফিরিয়ে আনার কাজ করছি'

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-28 08:29:53

১৯৭৫ সালের পরে দেশ মুক্তিযুদ্ধ বিরোধী, সাম্প্রদায়িক ও মৌলবাদ শক্তির হাতে চলে গেছে বলে দাবি করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের প্রার্থী ও সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী।

তিনি বলেন, 'এ অবস্থা রুখে দিয়ে সাধারণ এবং নিম্ন মধ্যবিত্ত জনগণের মাঝে রক্তস্নাত মুক্তিযুদ্ধের অবদানকে স্মরণ করে দিতে চাই। ফিরিয়ে দিতে চাই মুক্তিযুদ্ধের লালিত স্বার্থকে।'

মঙ্গলবার (২৫ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় নগরীর মাতৃসদন হাসপাতাল এলাকায় প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। তিনি কাস্তে প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া চট্টগ্রামে আরও দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির প্রার্থীরা।

মৃণাল চৌধুরী বলেন, 'মানুষ কিন্তু আবারও চমকিত হচ্ছে। ‘মুক্তিযুদ্ধের ভিশন-৭১’ বলতে মানুষ নতুন করে ভাবছে। ১৯৭৫ এর পরে দেশটি মুক্তিযুদ্ধ বিরোধী লাইনে চলে গিয়েছিল। সেখান থেকে দেশকে ফিরিয়ে আনার জন্য কাজ করছি। ধনী শ্রেণি যেন কেবল তথাকথিত মুক্তিযুদ্ধের কথা বলে দেশকে ভোগ করছে, নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। সে দিক থেকে আবারও আমরা মুক্তিযুদ্ধের স্বার্থকে ফিরিয়ে আনার কাজ করছি। আমরা সেই পথ দেখাচ্ছি, মানুষ এ নিয়ে উচ্ছ্বসিত, প্রফুল্ল। তারা সাড়া দিচ্ছে।'

নির্বাচনের সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে সিপিবির এ নেতা বলেন, 'এখন পর্যন্ত আমি কোনো বাধার সম্মুখীন হইনি। দুই এক জায়গায় আমার ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, এদিক-সেদিক করা হয়েছে। মানুষের মাঝে উৎকণ্ঠা বিরাজ করলেও তারা ভোট দিতে উন্মুখ।'

গণসংযোগকালে সিপিবি চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর