আ’লীগ-বিএনপির সংঘর্ষে আহত অর্ধশত

বিবিধ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 05:17:39

ময়মনসিংহের ভালুকায় ধানের শীষ ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ উভয় পক্ষের প্রায় অর্ধশত আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু স্থানীয় পাইলট স্কুল মোড় থেকে একটি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধা অতিক্রম করে উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় যান।

সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে ধানের শীষের সমর্থকরা। এক পর্যায়ে বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের পার্কিং করা প্রায় বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও ৬২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মোহনা টিভির ভালুকা প্রতিনিধি এস.এম. শাহজাহান সেলিম, ভালুকা প্রেসক্লাবের বর্তমান সভাপতি ইত্তেফাক প্রতিনিধি কামরুজ্জামান মানিক, ভালুকা মডেল থানার চার পুলিশ সদস্যসহ উভয় পক্ষের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

আহত সাংবাদিক শাহজাহান সেলিমকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়নের ফলে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর