টাঙ্গাইলে ঐক্যফ্রন্টের ১৩ নেতাকর্মী আটক

বিবিধ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল, বার্তা২৪.কম | 2023-08-25 20:42:14

টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের নির্বাচনী অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলায় ঐক্যফ্রন্টের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, বুধবার (২৬ ডিসেম্বর) ভোরে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়বাংলা বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওইদিনই স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন বাদী হয়ে ৮৪ জনকে আসামি করে সখীপুর থানায় নাশকতার মামলা করলে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কাজীরামপুর গ্রামের শামীম আহমেদ (৩৫), জিতেশ্বরী গ্রামের দেলোয়ার হোসেন (২৪), গোহাইলবাড়ী গ্রামের নজরুল ইসলাম (৪০), একই গ্রামের সোহেল রানা (৩২), নলুয়া গ্রামের নাসির উদ্দিন (৪৫), একই গ্রামের জিয়ার উদ্দিন (৩৫), সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম শাফী (১৮), একই ওয়ার্ডের আব্বাছ উদ্দিন (৪০), যাদবপুর গ্রামের শফিকুল ইসলাম বিট্টু (৩৫), কালিয়ান গ্রামের আসলাম শিকদার নোবেল (৩২), পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাছির উদ্দিন (২৬) একই ওয়ার্ডের আশরাফ আলী (৪০)।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, 'আসামিদের গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর