শেখ হাসিনাকে আশ্বস্ত করেছে যশোর আ’লীগ

আওয়ামী লীগ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 13:58:13

ভিডিও কনফারেন্সে যশোরবাসীর কাছে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানতে চান, যশোরে নৌকায় ভোট পাবেন কিনা। এ সময় উপস্থিত নেতাকর্মীরা জোরালো কণ্ঠে শেখ হাসিনাকে আশ্বস্ত করেন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর সুধাসদন থেকে ভিডিও কনফারেন্স যশোরের ছয়টি আসনে নৌকার প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য যশোরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

যশোর টাউন হল ময়দানে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় শেখ হাসিনা বলেন, ‘জাতির জনকের আকাঙক্ষা পূরণে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই। পদ্মাসেতুর সঙ্গে যশোর পর্যন্ত রেলসংযোগ করে দিচ্ছি। সেটা যশোর থেকে মংলা বন্দর পর্যন্ত যাবে। যশোর-খুলনা রাস্তা চার লেনে উন্নীত হয়েছে।’

‘আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে যশোরবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকায় ভোট দিলেই দেশ এগিয়ে যায়। ২০১৪ ও ২০১৫ সালে যশোরে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল বলে রক্ষা করতে পেরেছিলাম। জঙ্গি সন্ত্রাসবাদ দেখতে চাই না। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

যশোরের ছয়টি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা। এ সময় হাত নেড়ে উপস্থিতি জানান দেন যশোর-১ আসনের শেখ আফিল উদ্দিন, যশোর-২ ডা. নাসির উদ্দিন, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৪ রণজিত কুমার রায়, যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য ও যশোর-৬ আসনের ইসমাত আরা সাদেক।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কার ভোট দেওয়ার আহ্বান পৌঁছে দেবেন। আমি নৌকা মার্কায় ভোট চাই। নৌকা বিজয়ী হলে দেশ এগিয়ে যাবে, বাকি উন্নয়ন কাজ সম্পন্ন হবে।’

তিনি উল্লেখ করেন, ‘২১০০ সালে ডেল্টাপ্লান বাস্তবায়ন করবো। প্রজন্ম থেকে প্রজন্ম এদেশে সুখে বসবাস করতে পারবে। ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করবো, এটাই আমাদের অঙ্গীকার।’

শুরুতে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বক্তব্য রাখেন। এরপর উন্নয়ন নিয়ে একটি ভিডিও দেখানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাড. পিযুষ কান্তি ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর