নির্বাচনের নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার: খসরু

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-31 22:41:10

সরকার নির্বাচনের নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষ প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, 'রাষ্ট্র যখন একটি পক্ষ হয়ে যায় তখন ওই রাষ্ট্রীয় পক্ষের সাথে অন্য কোন দল পেরে উঠে না।'

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ বলেন, 'নির্বাচনটা এমন জায়গা এসে দাঁড়িয়েছে মনে হচ্ছে সরকার বনাম বিরোধী দলের নির্বাচন হচ্ছে।'

আওয়ামী লীগ সরকারি সব সংস্থাকে নির্বাচনে ব্যবহার করছে অভিযোগ করে আমির খসরু বলেন, 'সরকার মনোনয়ন দিয়েছে এতে সরকারি সব প্রার্থীদের জেতানোর জন্য রাষ্ট্রের সংস্থাগুলো ব্যবহার করছে। এ সংস্থাগুলোর ব্যবহার দিন দিন বাড়ছে।'

বিএনপির নির্বাচনী এজেন্টদের গ্রেফতার করা হচ্ছে দাবি করে আমির খসরু বলেন, 'ভোটে যাদেরকে এজেন্ট দেওয়ার জন্য নাম প্রস্তাব করা হচ্ছে তাদেরও গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। আগে পুলিশ গ্রেফতার করেছে। এখন অন্য সংস্থাগুলোও গ্রেফতার করছে।'

তিনি আরও বলেন, 'সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ভোটে এসেছি। আসার পরে আমরা দেখছি নাগরিক অধিকার প্রয়োগের সুযোগটি খর্ব করছে সরকার। নাগরিক ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পারেনি সরকার। ভয়ভীতি দেখানো হচ্ছে , হামলা, গ্রেফতার অব্যাহত আছে।'

বিএনপি নেতার বাড়িতে পুলিশের অভিযানের ফলে কয়েক জন নেতার মা হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানিয়েছেন আমির খসরু।

সাংবাদিক সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী সেনা মোতায়েনের ফলে আগামী কয়েকদিন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী আবু সুফিয়ান।

এ সম্পর্কিত আরও খবর