জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-11-24 12:12:04

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির সভাপতিত্বে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) পৌনে ১১টায় পঞ্চগড় জেলা দিয়ে শুরু হয় সাক্ষাৎকার।

মনোনয়ন বোর্ডে চেয়ারম্যানের সঙ্গে রয়েছেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব মুজিবুল হক চুন্নু , মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া ও সৈয়দ দিদাদ বখত।

শুক্রবার (২৪ নভেম্বর) রংপুর ও রাজশাহী বিভাগ দিয়ে শুরু হয়েছে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ এবং ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

২০ নভেম্বর দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। প্রথমদিনে ৫৫৭টি, দ্বিতীয় দিন ৬২২টি এবং তৃতীয় দিন ২২ নভেম্বর ৩৩১টি, ২৩ নভেম্বর ২২৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে পার্টি দাবি করেছে। ২৪ নভেম্বর একদিকে যখন সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তখনও মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেওয়ার সুযোগ রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর