বিএনপি এজেন্টদের খোলা কাগজে সই না করার নির্দেশনা

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 18:49:29

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের প্রার্থী ও এজেন্টদের নির্দেশনা দিয়ে বলেছেন, 'ভোটগ্রহণের আগে দেখে নেবেন ভোটের বাক্স খালি আছে কিনা। আর ভোটগ্রহণ শেষে, ভোট গণনা করে কে কত ভোট পেলো সেটি নিশ্চিত না হয়ে কোনো খোলা কাগজে সই করবেন না।'

শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।

নজরুল ইসলাম বলেন, ‘অনেক চেষ্টা করা হবে আমাদের পরাজিত করতে। কিন্তু নেতাকর্মী ও জনগণ তৎপর থাকলে সেটা সফল হবে না। সবাই সাহস করে ভোটকেন্দ্রে যাবেন, নিজের ভোট নিজে দেবেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘সারা দেশে নেতাকর্মীদের এখনও গ্রেফতার করছে, হামলা করছে। এজেন্টদের তালিকা ধরে ধরে গ্রেফতার করা হচ্ছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এখনও সরাকরি দল পুলিশ প্রহরায় প্রচারণা চালাচ্ছে। শোনা যাচ্ছে, আজ (শুক্রবার) বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরকার প্রধানের একক অনুষ্ঠান পুনঃ প্রচার করা হবে। এছাড়া একটি টিভি চ্যানেল প্রধানমন্ত্রীপুত্র সজিব ওয়াজেদ জয়ের একটা বিশেষ সাক্ষাৎকার প্রচার করবে, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’

২০ দলীয় জোটের এই সমন্বয়ক বলেন, ‘আশা করেছিলাম সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু তাও হয়নি। ভোটারদের নিরাপত্তা ও নিবাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনী নিয়োগের দাবি জানিয়েছিলাম।’

‘তাদের নিয়োগ করা হলেও যে দায়িত্বে নিয়োগের দাবি জানিয়েছিলাম সেটি করেনি। আমরা আবারও দাবি করছি সেনাবাহিনীকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা ও জগণের জানমালের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হোক।’

এ সম্পর্কিত আরও খবর