আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকে শুরু করবে আওয়ামী লীগ। আগামী ২০ ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন শাহজালাল ও শাহপরাণের মাজার মধ্য দিয়ে শুরু করবেন আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা।
বুধবার প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি দল সিলেট যাচ্ছে। এনিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী জানান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলে সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ শীর্ষ নেতৃবৃন্দ থাকার কথা রয়েছে।
এদিন বিভাগের চার জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে বেলা ১১টায় নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে প্রস্তুতি সভায় যোগ দেবেন তারা। সমাবেশস্থল সরকারি আলিয়া মাদ্রাসা মাঠও পরিদর্শন করার কথা রয়েছে তাদের। এদিকে দলীয় নেতাকর্মী নিয়ে সমাবেশস্থল আলিয়া মাঠ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানান, ২০ ডিসেম্বর সিলেটে পৌঁছে হজরত শাহজালাল ও হজরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মহাসমাবেশে যোগ দেবেন তিনি। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে।