নির্বাচনে হেরে ঐক্যফ্রন্টের নতুন আহ্বান

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-13 07:31:42

একাদশ সংসদ নির্বাচনে নতুন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টর পক্ষ থেকে বলা হয়েছে, 'বাংলাদেশের মানুষের লুণ্ঠিত মানবিক ও নাগরিক অধিকার আদায়ের জন্য আন্দোলন চলমান থাকবে। এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে যোগ দিবেন এই আশা করছি।'

সোমবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে জাতীয় ঐক্যফ্রন্টের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজের এক পোস্টে ভোটারদের প্রতি এ আহ্বান জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, 'আমাদের যে ভাই-বোনরা প্রথমবারের মতো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে গিয়েছিলেন, আপনারা জাতীয় ঐক্যফ্রন্টের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আপনাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমাদের প্রার্থী, নেতা, কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। আপনারা সবই দেখেছেন এবং জেনেছেন। আপনাদের প্রথম ভোটটি কে, কারা, কোন দল, কোন বাহিনী গুম করে দিয়েছে, সেটিও আপনারা নিজেদের চোখেই দেখেছেন।'

বাংলাদেশের মানুষের লুণ্ঠিত মানবিক ও নাগরিক অধিকার আদায়ের জন্য আন্দোলন চলমান থাকবে এবং এই লড়াইয়ে তরুণদের যোগদানের জন্য আহ্বান করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর