শেখ হাসিনার আ’লীগের অপমৃত্যু ঘটেছে: কাদের সিদ্দিকী

বিবিধ, রাজনীতি

বঙ্গবীর-কাদের-সিদ্দিকী | 2023-08-29 17:20:54

'পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত ৩০ ডিসেম্বরের নির্বাচন। ওই নির্বাচনে ভোট কারচুপির জন্য মাওলানা ভাসানী এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়, শেখ হাসিনার আওয়ামী লীগের অপমৃত্যু ঘটেছে।'

বুধবার (২ জানুয়ারি) সকালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী তার মোহাম্মদপুর বাবর রোডের নিজ বাড়িতে করা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, 'আওয়ামী লীগ আর কখনও জনগণের সমর্থন নিয়ে কোনো নির্বাচনে জয়যুক্ত হতে পারবে না। চুরি করে তারা ক্ষমতায় থাকতে পারে, প্রশাসনকে কব্জা করে তারা ভোট কারচুপি, ছিনতাই করতে পারে। কিন্তু সরাসরি নির্বাচন করে মানুষের ভোটে কোনো দিন আর জয়ী হতে পারবে না। এই নির্বাচনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার দেশ, নির্বাচনের পদ্ধতি। ক্ষতিগ্রস্ত হয়েছেন জননেত্রী শেখ হাসিনা। নির্বাচনে কারচুপি জন্যে এরপর ক্ষতিগ্রস্ত হয়েছেন মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেজন্য আমি খুবই বেদনাহত। বাংলাদেশের নির্বাচন পদ্ধতির অপমৃত্যু হয়েছে।'

বঙ্গবীর বলেন, 'এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত নির্বাচন। শুরু থেকে নির্বাচন কমিশন যেভাবে সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছেন আমি আমার জীবনে কোনো নির্বাচন কমিশনকে এমন করতে দেখিনি। কোনো নির্বাচনে প্রশাসনকে এভাবে নির্লিপ্ত দেখিনি।'

তিনি বলেন, 'হুজুর (মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী) এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়, জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের অপমৃত্যু ঘটেছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এখন আর কোনো অস্তিত্ব নেই। ১৯৬৯ সালের নির্বাচনে পাকিস্তানি প্রশাসন যারা নির্বাচন পরিচালনা করেছে তারাও এ ধরণের কারচুপি করতে পারে নাই। এরকম এক দলীয় পার্লামেট পৃথিবীর কোথাও ভালো ফলাফল দিতে পারেনি, এখানেও পারবে না। নিজের দলকে সামলানো শেখ হাসিনার জন্য এতো দুষ্কর হবে, একসময় শেখ হাসিনা বিরক্ত হয়ে পদত্যাগ না করেও চলে যেতে পারেন।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ তাকে (প্রধানমন্ত্রীকে) কতো দিন রাখবে সেটা আমি বলতে পারি না। তবে সংবিধান অনুসারে যতো সময়, উনি ততো সময় থাকতে পারবেন না বা থাকবেন না এটা জোর দিয়ে বলতে পারি।

এ সম্পর্কিত আরও খবর