সরকারে না বিরোধীদলে জাপা, সিদ্ধান্ত পার্লামেন্টারী বৈঠকে

বিবিধ, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা | 2023-08-26 01:37:19

পার্লামেন্টারী পার্টির বৈঠকে সিদ্ধান্ত নেবে, সরকারে না বিরোধীদলে থাকবে জাপা। বৃহস্পতিবার শপথের পর পরেই বৈঠকে বসবে পার্লামেন্টারী পার্টি।

বুধবার (২ জানুয়ার) জাপার বনানী কার্যালয়ে যৌথসভা শেষে জিএম কাদের এ কথা জানান।

তিনি বলেন, এ ছাড়া মহাজোটের সঙ্গেও আলোচনা হবে সরকারে থাকা না থাকা নিয়ে।

জিএম কাদের'র সভাপতিত্বে যৌথসভায়, অংশ নেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসন বাবলা, মজিবুল হক চুন্নু, এসএম ফয়সল চিশতী, চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা, মাসুদ উদ্দিন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, সালমা ইসলাম, অ্যাড. শেখ সিরাজুল ইসলাম, গোলাম কিবরিয়া টিপু, আজম খান।

সভায়  ৪১ জন প্রেসিডিয়াম সদস্য নব নির্বাচিত সংসদ সদস্যদের ডাকা হয়।

প্রেসিডিয়াম নন এমন এমপি নির্বাচিত হয়েছেন ৮ জন নেতা। এরা হলেন সেলিম ওসমান এমপি, লিয়াকত হোসেন খোকা, আদেলুর রহমান আদেল, শফিকুল ইসলাম জিন্নাহ, রুস্তম আলী ফরাজী, পীর ফজলুর রহমান মেজবাহ, মেজর রানা মোহাম্মদ সোহেল, পনির উদ্দিন আহমেদ।

বৈঠকে সব মিলিয়ে ২৬ জন নেতা উপস্থিত রয়েছেন। পার্টির চেয়ারম্যান এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ অনেক অনুপস্থিত রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর