সুবর্ণচরের ঘটনা সমগ্র জাতির লজ্জা: ড. কামাল

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 16:55:45

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষিত হওয়ার লজ্জা ঐ নারীর নয় বরং এ লজ্জা সমগ্র জাতির। ঐ নারী নির্যাতিত নয়, বরং নির্যাতিত হয়েছে আমাদের গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার।’

শুক্রবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি সুবর্ণচরের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে এসব কথা জানান।

বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ‘নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার হওয়া ঐ নারীর ঘটনা জাতি হিসেবে আমাদেরকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করেছে। কোনো গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কল্পনাও করা কঠিন। ৩০ ডিসেম্বর রোববার নির্যাতনের শিকার এই নারী তাঁর নিজ এলাকার একটি ভোটকেন্দ্রে নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে চান।’

‘এ সময় ক্ষমতাসীন আওয়ামী সন্ত্রাসীরা তাকে নৌকা প্রতীকে ভোট দিতে বলেন। ঐ নারী তাদের কথায় সায় না দিয়ে নিজের পছন্দের প্রতীকে ভোট দিয়ে বাহির হলে সন্ত্রাসীরা তাকে দেখে নেওয়ার হুমকি দেন।’

সরকার এ ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে সন্ত্রাসী ধর্ষকদের পালিয়ে যেতে সাহায্য করেছে বলেও মন্তব্য করেন ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘এই ঘটনা আমাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করেছে। আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, উদ্বিগ্ন ও মর্মাহত। এরূপ ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দেশের জনগণকেই উদ্যোগী হতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর