জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমাদের প্রার্থীরা সঠিকভাবে ভোট করতে পারেনি, তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা ক্ষোভ প্রকাশ করতেই পারেন, তবে এভাবে প্রকাশ করাটা ঠিক হয়নি।
শনিবার (১৩ জানুয়ারি) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আমরা প্রার্থীদের দল থেকে সহায়তা দিতে পারিনি, দেওয়ার কথাও ছিল না। একটি পক্ষ গুজব ছড়িয়েছে নির্বাচনী ফান্ড পাওয়ার কথা। ২০০ উপরে প্রার্থী ভোটের আগে ঘোষণা দিয়ে সরে গেছে। অনেক জায়গায় প্রশাসনকে সহায়তায় জাল ভোটের ঘটনা ঘটেছে এ কারণে দুঃখ বেদনা যন্ত্রণা রয়েছে তাদের মনে। এ জন্য পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে ক্ষোভ থাকতেই। কিছুটা দায় আমাদের রয়েছে এটা স্বীকারও করি। তবে এভাবে না করলেও পারত, তারা দলীয় ফোরামে কথা বলতে পারতেন। আমরা সভার প্রস্তুতি নিচ্ছিলাম।
তিনি বলেন, পরশু থেকে দেখবেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যারা ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলেছেন প্রক্রিয়া সঠিক হয়নি। অনেকেই যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে।
পদত্যাগের আল্টিমেটাম প্রসঙ্গে বলেন, এটা খুবই হাস্যকর ও অযৌক্তিক। এ প্রক্রিয়ায় আল্টিমেটাম দেওয়া যায় না। এটা নিয়ে ভাবছি না।
কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভরায়কে অব্যাহতি প্রদান প্রসঙ্গে বলেন, তারা দু'জন ভোটে প্রার্থী হননি। তাদেরতো ক্ষোভ থাকার কথা না। যে কারণে পার্টির চেয়ারম্যান তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন।