রোববার শপথ নেবেন এরশাদ

বিবিধ, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 22:10:03

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রোববার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শপথ নিতে পারেন। স্পিকারের সঙ্গে আলোচনা করেই এই সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে জাপা সূত্র।

হুসেইন মুহম্মদ এরশাদের এপিএস মনজুরুল ইসলাম বার্তা২৪কে বলেন, 'সবকিছু ঠিক থাকলে স্যার (এরশাদ) শনিবার দুপুর সাড়ে ১২ টায় শপথ নিতে পারেন। স্পিকারের কাছে সেভাবেই সময় নেওয়া হয়েছে।'

৩ জানুয়ারি দুপুর ১২টায় জাতীয় পার্টির নব-নির্বাচিত ২১ জন সংসদ সদস্য শপথ নেন। শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত থাকেন এরশাদ। এরশাদের জন্য বিকেল ৩টায় সময় নির্ধারণ করা হয়। কিন্তু শারীরিক কারণে দুপুরের পরে সে সময়ও পরিবর্তন করেন এরশাদ।

হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর-৩ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। এই নির্বাচনে তার প্রতিনিধি মনোনয়ন দাখিল করেন। অসুস্থতার কারণে নির্বাচনী ক্যাম্পেইন ও ভোট দেওয়ার জন্যও যেতে পারেন নি এরশাদ। বিগত সংসদেও এই আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি।

এ সম্পর্কিত আরও খবর