ওবায়দুল কাদের : আসন্ন নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিল বিএনপি’র

আওয়ামী লীগ, রাজনীতি

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-27 02:29:41

আগামী নির্বাচনে বিএনপি যদি অংশ না নেয় তবে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজগুলো চলবে নির্বাচন কমিশনের অধীনে। শেখ হাসিনা সরকারের অধীনে এগুলো থাকবে না। “কাজেই তারা ভয় পাচ্ছে কেন, তাদের তো নির্বাচনে আসতে হবে। না আসলে নিবন্ধন বাতিল হয়ে যাবে। রাজনৈতিক দল হিসেবে তারা নিবন্ধনও হারিয়ে ফেলবে নেক্সট ইলেকশানে না আসলে।” সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও তেমনি নির্বাচন হবে বলে মন্তব্য করেন কাদের। নির্বাচনকালীন সরকার একটু ছোট আকারের হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার রুটিন ওয়ার্ক করবে। নির্বাচনের মূল দায়িত্বটা নির্বাচন কমিশন করবে। নির্বাচন সংক্রান্ত যতগুলো সংস্থা আছে সবগুলো নির্বাচন কমিশনের অধীনেই থাকবে। নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে হুমকি-ধমকি দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিএনপি হাওয়ার উপর মিথ্যাচার করে। তাদের (বিএনপি) কোন কাজ নেই, তাদের আছে কথা। বিএনপির কয়েকজন অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়। কে তাদের হুমকি দেয়, তথ্য প্রমাণ দিলে আমরা ব্যবস্থা নেব। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোট বর্জন করেছিল বিএনপি। এবারও একই দাবিতে অনড় রয়েছে দলটি। পরপর দুইবার নির্বাচনে না এলে দলের নিবন্ধন বাতিল হওয়ার বিধান রয়েছে।  

এ সম্পর্কিত আরও খবর