বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 19:09:28

সদ্য সমাপ্ত একাদশ সংসদ নির্বাচনের বিভিন্ন তথ্য তুলে ধরতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

রোববার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল আমরি-তে এ বৈঠক শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের ভোট কারচুপিসহ বিভিন্ন অনিয়ম জানানো হবে বিদেশি কূটনীতিকদের।

বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে অংশ নেওয়া প্রার্থী গোলাম মাওলা রনি, আফরোজা আব্বাস, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা রয়েছেন।

বিদেশী কূটনীতিক ও প্রতিনিধিদের মধ্যে ইউএসএ, ইউকে, ভারত, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি, জাপান, ফ্রান্স, মরক্কো, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ড, মালয়েশিয়া, স্পেনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর