বিএনপি গণতন্ত্রের নামে সরকারের ওপর বাধা সৃষ্টি করছে: নাছিম

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-25 14:58:19

বিএনপি গণতন্ত্রের নামে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম.বাহাউদ্দিন নাছিম। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ঢাকা-৮ এর সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম।

আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বিএনপিকে উদ্দেশ করে বলেন, 'যারা গণতন্ত্রের নামে সরকারের উপর বাধা সৃষ্টি করে। আন্দোলনের নামে যারা মানুষ পুড়িয়ে মেরেছে। কর্মসূচির নামে ধ্বংসাত্মক আন্দোলন সংগ্রাম করে তাদের মুখে কি গণতন্ত্র মানায়? তাদের রাজনৈতিক কর্মকাণ্ড একটি অপ্রচারের কারখানা, মিথ্যার কারখানা ৷ মানুষের ওপর তাদের কোনো দায়িত্ব আছে কিনা তা নিজেরাও জানেনা। সব দায়িত্ব যেন শুধু আওয়ামী লীগের। সময় এসেছে দলমত নির্বিশেষে এই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার। তবেই এই বাঙালী জাতি মুক্তি পাবে। আমাদের অগ্রযাত্রাকে বাধা দেয়ার শক্তি তাদের নেই। বাংলাদেশ আগেও এই অশুভ শক্তির সাথে লড়াই করে এগিয়ে গেছে, ভবিষ্যতেও এগিয়ে যাবে।' 

এ সময় তিনি আরও বলেন, 'প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের কল্যাণে এযাবৎ যতো উদ্যোগ নেয়া হয়েছে তার সবই প্রধানমন্ত্রী পালন করেছে। তবে ওয়েজ বোর্ডের নামে শুভংকরের যে ফাঁকি রয়েছে সেটিকেও দেখতে হবে। ওয়েজ বোর্ডের মাধ্যমে শুধু মালিক পক্ষের লোকেরাই সুবিধা পেলে চলবেনা। সাংবাদিকদেরও এই সুবিধার আওতায় আনতে হবে। সাংবাদিকদের যে ন্যায় সঙ্গত যতো দাবি আছে তা সক্ষমতা অনুযায়ী পূরণ করা হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কেউ গেলে তিনি কাউকে খালি হাতে ফেরান না।' 

এ সম্পর্কিত আরও খবর