নতুন পুরাতনদের সমন্বয়ে মন্ত্রিসভা আরও গতিশীল হবে

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-12-22 21:17:13

নতুন পুরাতনদের সমন্বয়ে মন্ত্রিসভা আরও গতিশীল হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।

কাদের বলেন, ‘সরকার ও দলের আলাদা আলাদা সত্ত্বা রয়েছে। সুগঠিত সরকারের পাশাপাশি একটি সুসংগঠিত দল গঠনে সিনিয়র লিডাররা ভূমিকা রাখবেন। সিনিয়ররা কোনো দিক থেকে অযোগ্য তা নয়। এটি মন্ত্রিসভা থেকে বাদ পড়া নয়, মূলত দায়িত্বের পরিবর্তন।’

 

ওবায়দুল কাদের বলেন, ‘নতুন পুরাতনদের সমন্বয়ে মন্ত্রিসভা আরও গতিশীল হবে। আগে যেসব এলাকায় মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন না সেসব এলাকাকে প্রাধান্য দিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নতুন সরকারের মন্ত্রিসভা জনগণ ইতিবাচক হিসাবেই নিচ্ছে। দেশের মানুষ এটাকে কীভাবে নিয়েছে সেটাই গুরুত্বপূর্ণ ও দেখার বিষয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যেকোনো সময়ের চাইতে অর্থাৎ পঁচাত্তর পরবর্তী যেকোনো সময়ের চেয়ে আমাদের দলের ঐক্য অনেক বেশি দৃঢ় ও স্মার্ট। কাজেই মন্ত্রিত্ব নিয়ে দলে কোনো অসন্তোষ নেই। কারণ দলে যারা আছেন তারা দলের দায়িত্ব পালন করছেন। সময়ে সময়ে দলের মধ্যেও পরিবর্তন আসে। নতুন মুখ আসে, পুরনো মুখ তাদেরও দায়িত্বের পরিবর্তন হয়। এভাবেই আমাদের দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করা হয়।’

ভবিষ্যতে মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন মন্ত্রিসভা গঠিত হলো, ভবিষ্যতে আরও সম্প্রসারণ হতে পারে। পাঁচ বছর অনেক সময়। কখন কে আসবে, কখন কে যাবে, এখন যারা আছেন তারা স্থায়ী এটা তো মনে করার কারণ নেই।’

শরিক দলের কেউ মন্ত্রিসভায় না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শরিক দলগুলো তো আমাদের সঙ্গে আছে। মন্ত্রী হলে শরিক থাকবেন, মন্ত্রী না হলে থাকবেন না এমন তো নয়।’

এ সম্পর্কিত আরও খবর