আসন্ন সিটি করপোরেশন ও পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে জাতীয় পার্টি।
রোববার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি।
বিবৃতিতে বলা হয়, মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), চলবে ১২ ফেব্রুয়ারি (শুক্রবার বাদে) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর বনানীর জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বনানীস্থ চেয়ারম্যান কার্যালয়ের দফতর থেকে মনোনয়ন ফরম গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।