জাতীয় সংলাপসহ ঐক্যফ্রন্টের ৩ কর্মসূচি

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 10:10:40

পুনঃনির্বাচনের দাবি করে জাতীয় ঐক্যফ্রন্ট তিনটি কর্মসূচি ঘোষণা করেছে। এগুলো হল: জাতীয় সংলাপের আয়োজন, নির্বাচনী ট্রাইবুনালে দ্রুত মামলা করা এবং নির্বাচনের সময় সারা দেশে ক্ষতিগ্রস্ত এলাকা সফর। 

রাজধানীর বেইলী রোডে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নিজ বাসভবনে মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকালে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

ঐক্যফ্রন্টের মুখ্যপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে সিলেটের বালাগঞ্জে যাব। সেখানে নির্বাচনী সহিংসতায় ঐক্যফ্রন্টের একজন নেতা নিহত হয়েছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর