জাতীয় পার্টি মনোনীত সংরক্ষিত নারী আসনের প্রার্থী সালমা ইসলাম বলেছেন, আমরা কেন সংসদের অলংকার হবো? আমরা তো বিরোধী দলের। আমরা সবসময় সমালোচনাটাই করবো। আমাদের তো জনগণের পাশে থাকতে হবে। ভালোকে অবশ্যই ভালো বলবো। যেটা ভালো না সেটি আমরা তুলে ধরবো।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা শেষে তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচন করেছেন, এখন সংরক্ষিত নারী আসনে প্রার্থী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালমা ইসলাম বলেন, আমি আবারও এসেছি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। একটা জিনিসই আমি বলবো-আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করবো, জনগণের পাশে থাকার। জনগণের কথা তুলে ধরার।