জাতীয় সংলাপেই সমাধান বললেন ড. কামাল

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 14:01:40

বছরের শুরুতে সংকট সৃষ্টি না করে জাতীয় সংলাপের মধ্য দিয়ে কিভাবে সংবিধান বজায় রেখে একটা নির্বাচন করা যায় এবং সরকার গঠন করা যায় সেই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে '১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস' শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

ড. কামাল হোসেন বলেন, ‘রাজনীতি এখন রাজ-চালাকির দিকে চলে যাচ্ছে। ৩০ ডিসেম্বর নির্বাচন রাজ-চালাকির বড় দৃষ্টান্ত। মানসিকভাবে ভারসাম্যহীন না হলে এমনটি হতে পারে না। এটা তো হতে পারে না। চুপি চুপি রাতে কী হলো, সকালে বলা হচ্ছে ভোট হয়ে গেছে। এটা হতে পারে না।’

তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া জনগণের প্রতিনিধিত্ব করা যায় না এবং সরকার গঠন করা যায় না।’

এ সময় উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর