জামায়াতের সঙ্গ 'অনিচ্ছাকৃত ভুল' বললেন ড. কামাল

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 12:05:51

জামায়াতকে সঙ্গে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকে 'অনিচ্ছাকৃত ভুল' বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

তিনি বলেন, জামায়াতের সঙ্গে অতীতে যেটা হয়েছে, সেটি অনিচ্ছাকৃত ভুল। তারা (বিএনপি) যে ধানের শীষে জামায়াতের ২২ জনকে মনোনয়ন দেবে, সেটি আমরা জানতাম না।

শনিবার (১২ জানুয়ারি) বিকালে রাজধানীর মতিঝিল গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন কামাল হোসেন।

বিএনপিকে জামায়াত ছাড়তে বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, এটি বলা যেতে পারে। জামায়াত প্রশ্নে বিএনপির সাথে আলোচনা হবে। 

তিনি বলেন, আমরা অতীতে জামায়াতকে নিয়ে রাজনীতির চিন্তাও করিনি। ভবিষ্যতেও পরিষ্কার যে, জামায়াতকে নিয়ে রাজনীতি করবো না। তাছাড়া জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতি করার প্রশ্নই ওঠে না।

এ সম্পর্কিত আরও খবর