জাপার সংরক্ষিত নারী আসনে পরিবর্তন আসছে!

বিবিধ, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 14:27:26

জাতীয় পার্টি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে  ১৬-২২ জানুয়ারি  দলীয় ফরম বিক্রি করবে। পার্টির পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন চূড়ান্ত করবে বলে বার্তা২৪.কমকে জানিয়েছেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

তিনি বলেন, মনোনয়ন প্রত্যাশীদের সবার দলের প্রতি অবদান, তার যোগ্যতা ও রাজনৈতিক প্রজ্ঞা বিবেচনা করা হবে। ইতিপূর্বে পার্টির চেয়ারম্যান ঘোষিত চার জনের নামে কি পরিবর্তন হতে যাচ্ছে। এমন প্রশ্নের জবাবে বলেন, পরিবর্তন হচ্ছে বা হচ্ছে না কোনটাই চূড়ান্তভাবে বলা যাবে না। পার্লামেন্টারি বোর্ড যদি মনে করে ওই চারজন যোগ্য তাহলে তারা থাকবে, আর যদি নতুন কাউকে যোগ্য মনে করে তারা মনোনয়ন পাবে।

উল্লেখ্য, ৯ জানুয়ারি পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংরক্ষিত নারী আসনে চারজনের নাম লিখে স্পিকারের বরাবরে চিঠি পাঠান। যদিও এই মনোনয়ন চূড়ান্ত করার এখতিয়ার নির্বাচন কমিশনের।

মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। এছাড়া উপজেলা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সিভি সংগ্রহ করা হচ্ছে বলে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর