বিজয় সমাবেশে ‘জনসমুদ্র’ চায় আ’লীগ

আওয়ামী লীগ, রাজনীতি

রেজা-উদ্-দৌলাহ প্রধান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 08:48:58

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ৩০ ডিসেম্বর নির্বাচনের ফল পাওয়া গেলেও আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় কোনো বিজয় উৎসব এমনকি আনন্দ মিছিলও করেনি দলটি। তবে এবার এই বিজয় উদযাপন করতে চান দলের নেতাকর্মীরা। তাই শনিবার (১৯ জানুয়ারি) রাজধানীতে বিজয় সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। বিজয় উৎসবকে স্মরণীয় করে রাখার মধ্যদিয়ে তারা হ্যাটট্রিক বিজয় আনুষ্ঠানিকভাবে পালন করতে চান। বিজয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে চান তারা। দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর আড়াইটায় শুরু হওয়া এই বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন আওয়ামী লীগ সভাপতির হাতের তুলে দেওয়া হবে ‘বিশেষ স্মারক’। সেই সঙ্গে তাকে নতুন উপাধিতেও ভূষিত করতে পারেন দলের নেতাকর্মীরা।

দলের তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত হয়ে যাওয়ার পর নেতাকর্মীদের আনন্দ মিছিলসহ কোনো ধরনের ‘বাড়াবাড়ি’ না করার আহ্বান জানানো হয়েছিল দলের শীর্ষ পর্যায় থেকে। এবার বিজয় সমাবেশ করে সেই বিজয় উদযাপন করবে এক দশক ধরে ক্ষমতায় থাকা দলটি।

বিজয় সমাবেশকে সফল করতে ইতোমধ্যেই নেয়া হয়েছে নানা উদ্যোগ। ব্যাপক আকারে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে স্থান নির্ধারণ করে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। কর্মীদের চাঙা করতে একের পর এক সভা হচ্ছে। দলীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই সবকিছু তদারকি করছেন। সভাগুলোতে উপস্থিত থেকে বিজয় সমাবেশ সফল করতে নানা দিকনির্দেশনা দিচ্ছেন তিনি।

ইতোমধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোতেও বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে ঢাকা জেলা ও পার্শ্ববর্তী গাজীপুর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, উল্লেখিত জেলার সব উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের এক যৌথ সভা করেছে দলটি। এছাড়া দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা এবং ঢাকা ও এর আশপাশের জেলার নেতা এবং দলীয় এমপিদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ওয়ার্ড ভিত্তিক কমিটিগুলোও কর্মী সভা করে নিয়েছে। প্রতিটি ওয়ার্ডের নেতারাও ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে গেছেন। নিজেরাও প্রস্তুতি নিচ্ছে বিজয় সমাবেশকে উৎসবমুখর করার।

জানতে চাইলে ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু বার্তা২৪কে বলেন, '১৯ তারিখের বিজয় সমাবেশ সফল করতে আমরা প্রস্তুত আছি। ইতোমধ্যেই কেন্দ্রীয় নির্দেশনা পৌঁছে গেছে আমাদের কাছে। আমাদের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহকারে আনন্দঘন পরিবেশে মহাসমাবেশে যোগ দেবেন। আমাদের লক্ষ্য বিজয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করা।'

দলীয় সূত্রে জানা গেছে, রাজধানী ছাড়াও পার্শ্ববর্তী মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া ও মুন্সীগঞ্জ জেলার বিপুল সংখ্যক নেতাকর্মীকে বিজয় সমাবেশে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। বাস, ট্রাক ও রেলপথে নেতাকর্মী ঢাকায় এসে বর্ণিল মিছিল সহকারে সোহরাওয়ার্দী ময়দানে সমবেত হবেন। ঢাকা ও ঢাকার আশপাশের দলীয় এমপিরা মিছিল সহকারে মহাসমাবেশে যোগ দেবেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায় ক্ষমতাসীনরা।

এ ছাড়া মহাসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় স্থান পাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সরকারের উন্নয়ন ও অর্জনের তথ্য সংবলিত পোস্টার, ফেস্টুন ও ব্যানার। নৌকা আকৃতির মঞ্চের পাশাপাশি পুরো সোহরাওয়াদী উদ্যান জুড়ে থাকবে আলোকসজ্জা। তবে সমাবেশস্থলে ঢোকার আগে নেতাকর্মীদের ফেস্টুন-ব্যানার বাইরে রাখতে হবে। এবার সমাবেশে প্রবেশ গেটের সংখ্যা বাড়ানো হয়েছে। নারীদের জন্য আলাদা গেট থাকবে। ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে সমাবেশে জনসাধারণকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা, পোস্টার লাগানো শুরু হয়েছে।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ বলেন, 'গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয় হয়েছে। আগামী ১৯ তারিখ রাজধানীতে বিজয় সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। আমরা সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে এই বিজয় সমাবেশ সফল করব।'

জনসমাবেশকে ঘিরে কিছুটা জনভোগান্তির সৃষ্টি হতে পারে জানিয়ে আগাম দুঃখ প্রকাশ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, 'বিজয় উদযাপন করতে ১৯ তারিখের মহাসমাবেশ নিয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সমাবেশে আপনারা যাবেন, সেখানে সবার দায়িত্ব পালন করতে হবে। এর মাধ্যমে প্রমাণ করতে হবে আমরা সুশৃঙ্খল একটি দল। উৎসবমুখরভাবে সমাবেশে উপস্থিত হবেন। এক সাইড ফাঁকা রাখবেন। রাস্তা দিয়ে চলতে গিয়ে মহাবিজয়ের মহাদাপট দেখাচ্ছেন এমন যেন না হয়। সহিষ্ণু হতে হবে। বড় বিজয়ের সঙ্গে এটাও বড় দায়িত্ব।'

এ সম্পর্কিত আরও খবর