নাচে গানে প্রাণবন্ত বিজয় সমাবেশ

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪. কম | 2023-08-31 20:34:47

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়কে কালের স্মরণে রাখতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গান কবিতায় জনতাকে মাতিয়ে রেখেছেন দেশবরেণ্য শিল্পীরা।

শনিবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে বিজয় সমাবেশের আগে এই সংগীত পরিবেশন করছেন তারা। সকাল থেকে ঢাকা ও আশেপাশের এলাকা থেকে আসা জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে বিজয় সমাবেশে জনসমুদ্রে পরিণত হয়।

শুরুতে ছাত্রলীগ নেতা জসীম উদ্দিন 'বাংলাদেশে বুকে মুজিব থাকবে চিরকাল'; বাউল শিল্পী বাংলা ভাষায় কথা বলি, এই মাটির গান করি আহ রে সবচে বড় পরিচয় আমরা বাঙালি' দেশাত্মকবোধ গান পরিবেশন করেন।

এরপর স্বাধীনতা বেতারের শিল্পী রফিকুল আলম 'ইতিহাস, ইতিহাস, ইতিহাস চিরকাল কথা বলে, বঙ্গবন্ধুর অমর নাম’ গান গেয়ে শোনান।

এরপর 'তোমার বাড়ি, আমার বাড়ি; মধ্যে চিত্রা নদী', 'সোনা বন্ধু তুই আমার করলি রে দিওয়ানা', গান পরিবেশন কণ্ঠশিল্প সালমা ইসলাম।

গান গাওয়ার আগে সালামা বলেন, 'সবাইকে দেখে ভালো লাগছে, সবাই লাল সবুজ পড়েছেন; আমরা সবাই আজ আনন্দ করবো। কেন করবো জননেত্রী শেখ হাসিনার দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ বলে উন্নয়ন সম্ভব হচ্ছে।'

পপসংগীত পরিবেশন করেন পপতারকা জানে আলম। তিনি ' বঙ্গবন্ধুর শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের মহারূপকার' গান গেয়ে শোনান।

এ সম্পর্কিত আরও খবর