বিজয়ের শক্তিতে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 04:19:21

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়কে উদযাপন করতে উৎসবের আনন্দে মেতেছে আওয়ামী লীগ। এই বিজয় উদযাপনে দলটির পক্ষ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে 'বিজয় উৎসব'। তবে এই বিজয়ের আনন্দকে উৎসব পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চান না দলটির নেতাকর্মীরা।

বিজয়ের শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের সমর্থকরা বলছেন, একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় শুধুমাত্র একটি দলের বিজয় নয়, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন যারা মনে লালন করেন, তাদের বিজয়।

এই বিজয়ের আনন্দকে শক্তিতে রুপান্তরিত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে চায় আওয়ামী লীগ।

শনিবার (১৯ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে 'বিজয় দিবস' উপলক্ষে সারা দেশ থেক আগত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিজয়কে উদযাপন করতে দলে দলে নেতাকর্মী সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। এ সময় নানা সাজে নানা পোশাকে ঐতিহাসিক এই বিজয়কে উদযাপন করতে উৎসব স্থলে আসতে থাকেন তারা। আগত নেতাকর্মীদের স্লোগানে উৎসবস্থল ও এর আশপাশ এলাকা মুখরিত হতে থাকে।

কিশোরগঞ্জ থেকে আসা বখতিয়ার উদ্দিন বার্তা২৪.কমকে বলেন, ‘এই বিজয়ের আনন্দ সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ রাখলে চলবে না। মনে রাখতে হবে, এই উদযাপনের সুযোগ জনগণ ভোট দিয়ে করে দিয়েছেন। এখন তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে আগামী পাঁচ বছরে। না হলে এই আনন্দ হারিয়ে যাবে।’

সুনামগঞ্জ থেকে আগত আরেক নেতা চিত্তরঞ্জন দাস বার্তা২৪.কমকে বলেন, ‘তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ভালো করে জানি জনগণের প্রত্যাশা কী সরকারের প্রতি। তাই এই নিরঙ্কুশ বিজয়কে শক্তিতে রুপান্তরিত করে দেশ গড়ার কাজে নেমে পড়তে হবে। তাহলেই আওয়ামী লীগের বিজয় বাংলাদেশে চিরস্থায়ী হবে।’

টাঙ্গাইল সদর থেকে এসেছেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান। তিনি বলেন, ‘এই ধারাবাহিক বিজয়কে ধরে রাখতে চাই। আর এই বিজয়কে ততো দিন ধরে রাখা যাবে যখন বাংলাদেশের উন্নতির চাকা চলমান থাকবে। তাই আমরা বিগত ১০ বছরের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে এই বিজয়কে শক্তি হিসেবে দেখছি।‘

এ সম্পর্কিত আরও খবর