চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ

বিবিধ, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 19:05:29

উন্নত চিকিৎসার জন্য রোববার (২০ জানুয়ারি) দুপুরে সিঙ্গাপুর গেছেন সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যার হুসেইন মুহম্মদ এরশাদ। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে জানা গেছে।

এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার ছোট ভাই, আমেরিকা প্রবাসী হুসেইন মোর্শেদ ওপেল ও তার স্ত্রী রোকসানা খান মোর্শেদ, পিএস মেজর (অব.) খালেদ আখতার, ও ব্যক্তিগত স্টাফ আব্দুল ওয়াহাব।

হুসেইন মহুম্মদ এরশাদ অনেকদিন ধরেই রক্তে হিমোগ্লোবিন সংকটে ভুগছেন। সম্প্রতি তার হাঁটাচলায় বেশ কষ্ট হচ্ছে। আগে এক পায়ে সমস্যা ছিলো এখন দুই পায়েই সমস্যা দেখা দিয়েছে। সর্বশেষ স্পিকারের কাছে শপথ নিতে গিয়েছিলেন হুইল চেয়ারে করে।

পার্টির সিনিয়র নেতারা অনেকেই তাঁর সঙ্গে দেখা করে বাইরে এসে দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। অনেকেই অবস্থা শঙ্কাজনক বলে উদ্বেগ জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর