সরকার পুলিশ, র‌্যাব দিয়ে ভোট ডাকাতি করেছে: ফখরুল

বিএনপি, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪.কম | 2023-08-20 16:40:39

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এ দেশের মানুষ দীর্ঘদিন পরে ভোটের সুযোগ পেয়েছিল। কিন্তু আওয়ামীলী গ সরকার পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব দিয়ে ভোট ডাকাতি করেছে। ভোটের দিন প্রায় ২২জন নেতাকর্মীসহ ভোটারকে হত্যা করেছে। বিএনপি’র নেতাকর্মীদের স্ত্রীদের ওপর নির্যাতন করছে এ সরকারের দালালরা। একের পর এক নারীকে ধর্ষণ করছে।'

সোমবার (২১ জানুয়ারি) লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহত বিএনপি নেতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বিএনপি এই সরকার ও এই সিইসি’র অধীনের কোন নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট। উপজেলা নির্বাচনেও নয়। দেশের মানুষ কলঙ্কিত নির্বাচন মেনে নেয় নি। দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে এ সরকার। বর্তমান সরকার লুটপাট করে উৎসব করছে। জনগণের ভোটাধিকার হরণ করে তারা বিজয় উৎসব করছে। এ সরকার ভোট ডাকাতি করা সরকার। ভোট ডাকাতি করে বেশিদিন থাকতে পারবে না।'

বিএনপি মহাসচিব বলেন, 'নির্বাচনের আগে থেকে বলা হয়েছিল ভোট বাতিল করে পুনরায় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। গত নির্বাচনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি তথা ঐক্যফ্রন্টের অনেক নেতাকর্মীকে নির্মম ভাবে খুন করেছে। বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে ১১ মাস জেলে রেখে অত্যাচার করছে। একজন দেশের সাবেক প্রাধানমন্ত্রীকে এ সরকার এভাবে রেখে অত্যাচার করবে দেশের মানুষ কখনো মেনে নেবে না।'

সাংবাদিকদের প্রশ্নের জবাবের আগে ঐক্য ফ্রন্টের নেতাকর্মীরা রাজপুরের খলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহত ওয়ার্ড বিএনপি নেতা তোজাম্মেল হকের কবর জিয়ারত করেন। এর পর নিহতের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। নিহত বিএনপি নেতা তোজাম্মেল হকের স্ত্রীর হাতে নগদ একটি চেক প্রদান করে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। পরে নিহত বিএনপি নেতার বাড়ির পাশে প্রতিবাদ সমাবেশে যোগ দেন ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা।

এ সময় মির্জার ফখরুলের সাথে ছিলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব, জাফর উল্লাহ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু,লালমনিরহাট-২ আসনের রোকন উদ্দিন বাবুল, সদর উপজেলা চেয়ারম্যান একে এম মমিনুল হক।

এ সম্পর্কিত আরও খবর