আ'লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-17 21:00:01

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,নির্বাচনের পর আওয়ামী লীগ জনগণ থেকে  বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সারাদেশের মানুষের মুখে আর হাসি দেখা যায় না। আওয়ামী লীগ আজ গণ শত্রুতে পরিণত হয়েছে।’

 

ঠাকুরগাঁও থেকে সড়ক পথে ঢাকায় ফেরার পথে বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরতলীতে হোটেল মম ইন- যাত্রা বিরতিকালে বগুড়া সদর উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতবিনিময় সভায় বিএনপির সংকটকালে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র প্রতিষ্ঠা না করে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে।’

মির্জা ফখরুল বলেন,দেশ আজ গভীর সংকটে পরেছে। ভয়াবহ দুর্বৃত্তায়নের মাধ্যমে  আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে।’

বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাবেক সভাপতি মাহবুবর রহমান, সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ। সভা পরাচালনা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

এ সম্পর্কিত আরও খবর